বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন

অবরোধের প্রতিবাদে পাবনায় আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের অবরোধ, পুলিশ ও আনসার হত্যাসহ অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। রবিবার (৫ নভেম্বর)  দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।এ সময় পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, সাবেক প্রচার সম্পাদক ও সদস্য কামিল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম মাইকেল, উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ  সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD