বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন

ইসরায়েলে অস্ত্র ও গোলা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে ইউক্রেন

নিউজ ডেস্কঃ হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলে অস্ত্র ও গোলা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ইউক্রেন আগের মতো আর পাচ্ছে না গোলা। ফলে মজুত প্রায় ফুরিয়ে এসেছে বলে জানিয়েছে কিয়েভ।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া পূর্বাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। অথচ তাদের ১৫৫ মিলিমিটারের শেল প্রায় শেষ।

অত্যন্ত প্রয়োজনীয় ১৫৫ মিলিমিটারের শেল সরবরাহের সংকট মূলত ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের সংসদ সদস্যরা যুদ্ধের সামনের সারির গোলাবারুদের আশঙ্কাজনক ঘাটতির বিষয়ে সতর্কও করেছেন। জেলেনস্কি গত বৃহস্পতিবার কিয়েভে সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরবরাহ কমে গেছে।

এটাই এখন জীবন। যেহেতু সবাই বেঁচে থাকার জন্য লড়াই করছে। যুক্তরাষ্ট্রের ১৫৫ মিলিমিটারের শেলের মজুত মূলত ইউক্রেনের জন্যই ছিল। এখন অবশ্য ইসরায়েলে পাঠানো হচ্ছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর এক বছর ৮ মাসে কিয়েভে ২০ লাখ ১৫৫ মিলিমিটারের রাউন্ড পাঠায় যুক্তরাষ্ট্র।

ইউক্রেন মাসে ২ লাখ ৪০ হাজার শেল ব্যবহার করে, যা যুক্তরাষ্ট্রের মাসিক উৎপাদনের চেয়ে অনেক বেশি। ইউরোপীয় ইউনিয়নের ভান্ডারও খালি। ইউক্রেনীয় সেনারা নিয়মিতই জানাচ্ছেন, যুদ্ধের সম্মুখভাগে  গোলাবারুদের ঘাটতির বিষয়টি।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD