সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে মেহেরুল ইসলাম (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেরুল ইসলাম ওই গ্রামের আজল হকের ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিহত মেহেরুল ইসলাম হোটেলে কাজ করেন। তার মা-বাবা দুইজনই ঢাকায় থাকেন। কয়েকদিন আগে বাড়িতে আসেন তার মা-বাবা। প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় মেহেরুল। সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়।
ওসি তদন্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার ধরনা ঋণের দায়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
Leave a Reply