বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন

এবার নিজের নামে তারা কিনলেন শ্রাবন্তী

নিউজ ডেস্কঃ ব্যক্তিজীবনের নানা সিদ্ধান্তের কারণে নেতিবাচক শিরোনামে আসেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কটাক্ষ যেন তার নিত্যদিনের সঙ্গী। তবু যাবতীয় নেতিবাচকতাকে দূরে ঠেলে নিজের মতো করে জীবনটাকে সাজিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

গেল ১৩ আগস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। জীবনের নতুন বছরে পা রেখে এক অভিনব উপহার এলো অভিনেত্রীর ঝুলিতে। এবার নিজের নামে কিনে ফেললেন একটি তারা।   কথাটি জানিয়েছেন শ্রাবন্তী নিজেই। ইনস্টাগ্রামে তিনি লেখেন— এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামেও থাকছে। আন্তর্জাতিক স্টার ডিরেক্টরিতে শ্রাবন্তী নামে এটির নাম নথিভুক্ত করা হলো।

তবে শ্রাবন্তী নিজেই নিজেকে এই উপহার দিলেন নাকি অন্য কেউ তার নামে তারার নাম রাখলেন, তা এখনো পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে কোনো মন্তব্যও করেননি এ অভিনেত্রী। তবে শুধু কথার কথা নয়, নিজের নামে তারার নামকরণের প্রমাণ হিসেবে মেলা সার্টিফিকেটও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্রাবন্তী।

এদিকে যে ওয়েবসাইট থেকে শ্রাবন্তীর নামে এই তারাটি কেনা হয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে বাংলাদেশি ৫-৭ হাজার টাকায় নাকি যে কেউ এমন তারা কিনতে পারেন।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD