বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন

কয়েলের আগুনে মরলো কৃষকের ৩টি গরু গোপালপুরে

নিউজ ডেস্কঃ কয়েলের আগুনে টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার সুন্দর মধ্যপাড়ার দরিদ্র কৃষক মো. আজগর (৬০) এর ৩টি গরু পুড়ে মারা গেছে।জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে গোয়াল ঘরে গরুর জন্য বিছানো খড়ে, জ্বলন্ত কয়েল লেগে আগুনের সূত্রপাত হয়। ঘরের ধর্নায় পাটখড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়।

এসময় গোয়ালে থাকা একটি ষাড় ও বাছুর সহ একটি গাভী পুড়ে মারা যায়। কৃষক মো. আজগর দাবি করেন এতে প্রায় ৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে আশেপাশের মানুষ ডাক চিৎকার দিলেও, পাটখড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম বলেন।

রাতে আমরা এবিষয়ে একটা ম্যাসেজ পেয়েছিলাম। পর মুহূর্তেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে ফোনে জানানো হয়, তাই ঘটনাস্থলে যাওয়া হয়নি। থানা অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো, প্রাথমিক ভাবে মনে হয়েছে কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD