শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্কঃ দীর্ঘদিনের ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির ইতি টেনেছেন দলের তারকা ফুটবলার ডিয়েগো কস্তা। চুক্তি মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই কস্তার অনুরোধে তাকে ছেড়ে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
২০২১ সালের জুন পর্যন্ত অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি ছিল ডিয়েগো কস্তার। কিন্তু পারস্পারিক সমঝোতায় এই স্প্যানিশ স্ট্রাইকারকে ছেড়ে দিল অ্যাতলেটিকো। কদিন আগে ক্লাব কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করছিলেন, যেন ছয় মাস আগে তাকে ছেড়ে দেওয়া হয়। ব্যক্তিগত কারণে আর থাকতে চান না ওয়ান্দা মেত্রোপলিতানোতে। মঙ্গলবার তার চাওয়া পূরণ করেছে অ্যাতলেটিকো।
তাকে শুভ কামনা জানিয়ে অ্যাতলেটিকো এক বিবৃতি দিয়েছে, ‘অ্যাতলেটিকো মাদ্রিদ তাদের স্ট্রাইকার ডিয়েগো কস্তার সঙ্গে চুক্তিতে ইতি টেনেছে, যা ছিল ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। কদিন আগে ব্যক্তিগত কারণে ক্লাব ছাড়ার ব্যাপারে কথা বলেছিলেন এই স্ট্রাইকার এবং গতকাল মঙ্গলবার চুক্তি বাতিলে সই করেছেন। এই কয়েক বছরে ডিয়েগো কস্তাকে তার নিবেদনের জন্য ধন্যবাদ জানাচ্ছে ক্লাব এবং তার পেশাদার ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য শুভ কামনা।’
মাদ্রিদ ক্লাবটির সঙ্গে ছাড়াছাড়ির কাগজে সই করেছেন কস্তা। জন্মসূত্রে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড জানুয়ারির দলবদলের বাজারে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেবেন।
Leave a Reply