সোমবার, ০৮ মার্চ ২০২১, ০২:৪৫ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনিতে আব্দুস সালাম মৃধা (৪৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। সালাম মৃধা উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের ইসমাইল মৃধার ছেলে ও শিকারমঙ্গল বাজারের টিন ব্যবসায়ী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের ইসমাইল মৃধার ছেলে আব্দুস সালাম মৃধা রাতে সবার সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোর রাতে তার স্ত্রী আজমীন বেগম তাকে রুমের খাটের উপরে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা ফোর্স নিয়ে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।
নিহত আব্দুস সালামের স্ত্রী আজমীন বেগম বলেন, আমি ও আমার স্বামী দুইজন দুই রুমে ঘুমিয়ে ছিলাম। কিন্তু ভোর রাতে তার রুমে গিয়ে দেখি তার মৃত্যুদেহ পড়ে আছে। তার রুমের ষ্টিলের আলমারি ভাঙ্গা ও স্বর্ণ, টাকাপয়সা নেই।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি। তবে ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
Leave a Reply