শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:৪৯ অপরাহ্ন

চাটমোহরে ভূমিহীন ও গৃহহীন ১১৬টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর

নিউজ ডেস্ক: মুজিব শত বার্ষিকী উপলক্ষে সারা দেশের সাথে একযোগে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১১৬টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ২২ মার্চ ) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে ৪র্থ পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মকবুল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।এসময় উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন। চাটমোহর উপজেলার ৫ টি ইউনিয়নের ১১৬ টি গৃহহীন ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল তুলে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD