বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন

চোখ বন্ধ করে নামাজ আদায়ের বিধান কী?

নিউজ ডেস্কঃ নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের কর্তব্য হলো রাসুলকে (সা.) পরিপূর্ণভাবে অনুসরণ করা। তিনি যেভাবে নামাজ পড়েছেন বা যেভাবে নির্দেশ দিয়েছেন; সেভাবে নামাজ পড়া। রাসুল (সা.) বলেছেন,
صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي
তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো। (বুখারি: ৬৩১)

রাসুল (সা.) নামাজ আদায়ের সময় সিজদার জায়গায় চোখ রাখতেন। তাই নামাজে সিজদার জায়গায় চোখ রাখাই সুন্নাত। মনোযোগ ধরে রাখার জন্য কেউ যদি চোখ বন্ধ করে নামাজ পড়ে। তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে না বটে, কিন্তু এটা সুন্নাতের খেলাফ এবং বড় কোনো অসুবিধা বা প্রতিবন্ধকতা না থাকলে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরূহ। রাসুল (সা.) বলেছেন,

إِذَا قَامَ أَحَدُكُمْ فِي الصَّلاةِ فَلا يَغْمِضْ عَيْنَيْهِ
তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, সে যেন তার দুই চোখ বন্ধ করে না রাখে। (মুজামে তাবরানি)

তবে যদি কেউ এমন জায়গায় এমন পরিস্থিতিতে নামাজ পড়তে বাধ্য হয়, যেখানে চারপাশে বা সামনে এমন কিছু আছে বা ঘটছে যে, চোখ খোলা রাখলে মনোযোগ ধরে রাখা কঠিন হবে। তাহলে চোখ বন্ধ রাখার সুযোগ আছে। কিন্তু নিয়মিত চোখ বন্ধ রেখে নামাজ পড়া এবং এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD