শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ দিনাজপুরের পাবর্তীপুরের বড় পুকুরিয়া কয়লা খনি এলাকায় রেলক্রসিং এ খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলের চালকসহ একজন আরোহি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের মধ্যে হামিদুল ইসলাম ( ৩৫) বেসরকারি উন্নয়ন সংস্হা ব্রাকের নীলফামারী জেলায় কর্মরত। মোটর সাইকেল চালক সুশান্ত রায় (৩৪) অলঙ্গা রায়ের ছেলে। উভয়ে কুড়িগ্রামের উলিপুরের বাসিন্দা।
রেলওয়ে পাবর্তীপুর থানার ইনচার্জ এ.টি.এম নুরুল ইসলাম জানান, নীলফামারী জেলায় ব্রাকে কর্মরত হামিদল ইসলাম ভালোমত মোটর সাইকেল ড্রাইভ করতে জানতেন না। দাপ্তরিক কাজে রাজশাহী যেতে মোটর সাইকেল ড্রাইভ করতে পরিচিত ঘনিষ্ঠজন সুশান্ত রায়ের সহায়তা নেন তিনি। পথিমধ্যে দিনাজপুরের পাবর্তীপুরের বড় পুকুরিয়া কয়লা খনি কাছে রসুলপুর মোবারকপুরের মাঝামাঝি স্হানে অরক্ষিত রেলক্রসিং একটি মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় খুলনাগামী রকেট মেইৱ ট্রেন। এতে সাইকেলের চালক সুশান্ত রায় এবং আরোহি ব্রাকের কর্মকর্তা হামিদুল ইসলাম দুর্ঘটনাস্হলে নিহত হয়েছেন। অফিসিয়াল কাজে রাজশাহী যাবার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। এর আগে ট্রেনটি পাবর্তীপুর রেলওয়ে (জংশন) স্টেশন থেকে খুলনা উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনায় সামান্য ক্ষতি নিয়ে ট্রেনটি গন্তব্য খুলনার দিকে চলে গেছে। লাশ উদ্ধার করেছেন তারা।
Leave a Reply