সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:১৫ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। এর আগে গেল রাতে উপজেলার কাঠামোর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, ঢাকাগামী তিনটি বাস গোবিন্দগঞ্জ -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাঠামোর এলাকায় আসলে পুলিশ বাসে তল্লাশি চালায়। এ সময় তিন মাদক কারবারিকে ৯৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, হকিবুল ইসলাম (৩৭) একই গ্রামের লুৎফর রহমান (২৪) ও শাওন হোসেন (২৬)। একই জেলার কোতোয়ালি উপজেলার বালুয়াডাংগা গ্রামের ইসমাঈলের ছেলে।
ওসি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply