শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে তিনবারের মত করোনায় আক্রান্ত হলেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সোমবার থেকেই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করছিলেন বলে জানান শায়রুল। শায়রুল কবির খান বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন মহাসচিব স্যার। তিনি গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন।
তিনি আরো বলেন, ‘আজ মির্জা ফখরুল স্যার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হবেন। সেখানেই করোনার চিকিৎসা নেবেন।
Leave a Reply