বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একসঙ্গে ছেলের জন্মদিন উদযাপন করলেন শাকিব-বুবলী চাটমোহরে ভূমিহীন ও গৃহহীন ১১৬টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর জাতীয় পার্টির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় বান্দরবানের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫৩টি দোকান বসতঘর পুডে ছাই নিজেকে আর কষ্ট দিতে চান না বলিউডের অভিনেত্রী কাজল ওয়ানডে সিরিজের ঘরের মাঠে নেদারল্যান্ডসের কাছে হারলো জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা মেক্সিকোর চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে: ভ্লাদিমির পুতিন শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ৯ জন নিহত ভূমিহীন পরিবার পেলে তাদের ঘরের ব্যবস্থা করে দেব: শেখ হাসিনা

দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ৮

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের একটি অনুষ্ঠানে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় গকেবেরহা শহরে হামলা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে সোমবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গকেবেরহা আগে পোর্ট এলিজাবেথ নামে পরিচিত ছিল। সোমবার পুলিশ জানিয়েছে, রোববার জন্মদিন উদযাপনকারী একদল লোকের ওপর বন্দুকধারীরা গুলি চালালে আটজন নিহত এবং আরও তিনজন আহত হয়।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘রোববার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরী গকেবেরহায় বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করার সময় অজ্ঞাত বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে।’

অজ্ঞাত ওই বন্দুকধারীরা ‘অতিথিদের ওপর এলোমেলোভাবে গুলিবর্ষণ করে’ জানিয়ে পুলিশ বলছে, ‘এই ঘটনায় আটজন মারা গেছে এবং তিনজন এখনও হাসপাতালে তাদের জীবন বাঁচাতে লড়াই করছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন’।

এদিকে বন্দুক হামলার পর এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এএফপি বলছে, দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা ও গোলাগুলির ঘটনা বেশ সাধারণ। বিশ্বের যেসব দেশে হত্যার হার সর্বোচ্চ, আফ্রিকার এই দেশটি সেসব দেশের অন্যতম। মূলত গ্যাং সহিংসতা এবং মাদক সংশ্লিষ্ট নানা ঘটনার কারণেই দেশটিতে বন্দুক হামলা ও গোলাগুলি হয়ে থাকে।

গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের উপশহরে অবস্থিত বিভিন্ন বারে গোলাগুলির ঘটনায় প্রায় দুই ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD