শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ মাশরাফি বিন মর্তুজার হাতে যেন জাদু আছে। যেই দলের নেতৃত্ব দেন, সেই দলই হয়ে ওঠে অপ্রতিরোধ্য। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স যেমন।
ঢাকায় টুর্নামেন্টের প্রথমপর্বে টানা চার জয় তুলে চট্টগ্রামে এসেছে মাশরাফির দল। এই পর্বেও প্রথম ম্যাচে তুলে নিলো জয়। ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেট আর ৪ বল হাতে রেখে হারিয়ে ‘পাঁচে পাঁচ’ পূরণ করলো সিলেট স্ট্রাইকার্স।
দারুণ খেলতে থাকা হারিস ৩২ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৪ রান করে সাজঘরের পথ ধরেন। জাকির হাসান করেন ১, ইমাদ ওয়াসিম ২০ বলে ১১। মুশফিকুর রহিম কিছুটা সময় ধরে খেললেও তার ইনিংসটি (২৫ বলে ২৭) ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।
নাসির ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন দুটি উইকেট। একটি করে উইকেট শিকার তাসকিন আহমেদ আর আরাফাত সানির।
এর আগে অধিনায়ক নাসির হোসেন ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়তে না পারলে ঢাকা ডমিনেটর্সের রান ১০০ পার হতো কি না সন্দেহ। ৩১ বলে ৩৯ রান করে ঢাকার সম্মান খানিকটা রক্ষা করেছেন নাসির। ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে দলটি।
আফগান ওপেনার উসমান গনি ২৮ বল খেলে করেন ২৭ রান। শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা করেন ১৭ বলে ১৭ রান। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস মাঠে নামলেন আর উঠলেন। গোল্ডেন ডাক মেরে ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হন তিনি।
মোহাম্মদ মিঠুন খেলেন ২৩ বলে ১৫ রানের ইনিংস। নাসির কেবল ৩১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৩৯ রান। ১৬ বলে ২০ রান করে আউট হন আরিফুল হক। তাসকিন অপরাজিত থাকেন ৩ বলে ২ রান করে।
Leave a Reply