বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একসঙ্গে ছেলের জন্মদিন উদযাপন করলেন শাকিব-বুবলী চাটমোহরে ভূমিহীন ও গৃহহীন ১১৬টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর জাতীয় পার্টির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় বান্দরবানের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫৩টি দোকান বসতঘর পুডে ছাই নিজেকে আর কষ্ট দিতে চান না বলিউডের অভিনেত্রী কাজল ওয়ানডে সিরিজের ঘরের মাঠে নেদারল্যান্ডসের কাছে হারলো জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা মেক্সিকোর চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে: ভ্লাদিমির পুতিন শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ৯ জন নিহত ভূমিহীন পরিবার পেলে তাদের ঘরের ব্যবস্থা করে দেব: শেখ হাসিনা

পাবনায় সাংবাদিক বাপ্পীর পিতার ইন্তেকাল

নিউজ ডেস্কঃ পাবনা প্রেসক্লাবের সদস্য, জিটিভি, দৈনিক বাংলা ও নিউজবাংলার পাবনা জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পীর পিতা আব্দুস সামাদ খন্দকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুস সামাদ খন্দকার পাবনা পৌর সদরের শালগাড়িয়া কসাইপাড়া মহল্লার বাসিন্দা ও শহরের স্বনামধন্য ইলোরা টেইলার্সের স্বত্তাধিকারী ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সাংবাদিক ইমরোজ খন্দকার বাপ্পী জানান, বুধবার বাদ মাগরিব শহরের চাঁপা মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে সদর উপজেলার আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে, মরহুম আব্দুস সামাদ খন্দকারের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দ শোক জ্ঞাপন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD