শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:১৪ অপরাহ্ন

পূর্বশত্রুতার জেরে ঈশ্বরগঞ্জে ৬ জনকে কুপিয়ে জখম

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৬জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার উপজেলার পৌর এলাকার শিমরাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। গুরতর আহত ৬জনকে আশাংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, উপজেলার শিমরাইল গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে রুহুল আমিন (৪০), রুকন উদ্দিন (৩৮), লোকমান (৩৬), সুজন মিয়া (৩৪), রুবেল মিয়া (৩২), সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সভার শিমরাইল গ্রামের কমিশনার শফিকুল ইসলাম লিংকনদের সাথে একই গ্রামের রুহুল আমিনের জমি-জমা ও পুরনো মামলা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে কমিশনার লিংকনের লোকজন মঙ্গলবার দুপুরে রুহুল আমিনের লোকজনের উপর সশস্ত্র হামলা চালিয়ে কুপিয়ে ৬জনকে গুরতর আহত করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও বিভিন্ন মামলা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD