বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
নিউজ ডেস্কঃ মাত্র চারদিন আগেই শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছিলেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে এখন তিনি ৫০টি সেঞ্চুরির মালিক। শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির সংখ্যা ৪৯টি।
আজ (রোববার) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা ফাইনাল শুরুর আগেই অগ্রজ শচিন টেন্ডুলকারের কাছ থেকে বিশেষ উপহার পেলেন বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়কের হাতে নিজের নামাঙ্কিত একটি জার্সি তুলে দিলেন শচিন। সেই ছবিই এখন নেট দুনিয়ায় ভাইরাল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘একটা বিশেষ ম্যাচ এবং ফাইনালের আগে একটা বিশেষ মুহূর্ত। শেষ একদিনের ম্যাচে খেলা জার্সি কোহলিকে উপহার দিলেন শচিন।’
জবাবে বিরাটও বলেছিলেন, ‘গ্যালারিতে শচিন পাজি ছিলেন। সেই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছিল, এটা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। গ্যালারিতে আমার জীবনসঙ্গী। আমার হিরো। সবাই বসেছিলেন। আর ওয়াংখেড়ের এত ভক্ত। না, আমার পক্ষে বলা সম্ভব নয়।’
Leave a Reply