বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একসঙ্গে ছেলের জন্মদিন উদযাপন করলেন শাকিব-বুবলী চাটমোহরে ভূমিহীন ও গৃহহীন ১১৬টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর জাতীয় পার্টির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় বান্দরবানের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫৩টি দোকান বসতঘর পুডে ছাই নিজেকে আর কষ্ট দিতে চান না বলিউডের অভিনেত্রী কাজল ওয়ানডে সিরিজের ঘরের মাঠে নেদারল্যান্ডসের কাছে হারলো জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা মেক্সিকোর চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে: ভ্লাদিমির পুতিন শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ৯ জন নিহত ভূমিহীন পরিবার পেলে তাদের ঘরের ব্যবস্থা করে দেব: শেখ হাসিনা

বিগ বস ১৬ এর শিরোপা উঠল এমসি স্ট্যানের হাতে

নিউজ ডেস্কঃ চার দেয়ালে সাড়ে চার মাস বন্দি। সেখানেই কতশত লড়াই, ঝগড়া, পরিকল্পনা শেষে এবারের বিগ বস শিরোপা উঠল এমসি স্ট্যানের হাতে। দ্বিতীয় স্থানে রইলেন শিব ঠাকরে এবং তৃতীয় স্থানে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী।

কালার্স টিভিতে সালমান খান সঞ্চালিত এই শো ভারতীয় সময় অনুযায়ী সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত দশটায় দেখা যেত। এছাড়া শনি এবং রবিবার রাত ৯.৩০ থেকে দেখা যেত।

১ অক্টোবর শুরু হয়েছিল এই শোয়ের ১৬ তম সিজন। সাড়ে চার মাসের লড়াইয়ের পর রবিবার (১২ ফেব্রুয়ারি) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এদিন সঞ্চালনার দায়িত্বে সালমান ছাড়াও ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেক ছিলেন।

১৭ জন প্রতিযোগীকে নিয়ে এবারের বিগ বস সিজন ১৬ শুরু হয়েছিল। সকলকে পেছনে ফেলে গ্র্যান্ড ফিনালেতে সেরা ৫-এ পৌঁছান প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোত, শিব ঠাকরে, অর্চনা গৌতম এবং এমসি স্ট্যান। এই পাঁচ জনের মধ্যে প্রথমে বাদ হয়ে যান শালিন ভানোত। তবে তিনি একতা কাপুরের আগামী ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করার প্রস্তাব পান খোদ পরিচালকের তরফে। চতুর্থ স্থানে শেষ করেন অর্চনা গৌতম।

এবারের প্রতিযোগিতায় অর্চনা গৌতম-এমসি স্ট্যান, টিনা দত্ত-শালিন ভানোত, টিনা-সৃজিতার ঝামেলা সকলের নজর কেড়েছিল। শেষ পর্বে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ী হলেন এমসি স্ট্যান। জিতলেন ৩১ লাখ ৮০ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায় যা ৪০ লাখ টাকারও বেশি)। যদিও প্রথমে ২১ লাখ ৮০ হাজারের কথা বলা হয় কিন্তু যেহেতু তিনি সঠিক আন্দাজ করেছিলেন যে প্রথম পর্বে শালিন আউট হবেন, সেহেতু তার প্রাইজ মানি ১০ লাখ বেড়ে ৩১ লাখ ৮০ হাজার হয়। পেলেন একটি গাড়িও। সঙ্গে একটি দুর্দান্ত ট্রফি। ঘোড়ার মধ্যে বিগ বসের চোখ।

শোয়ের শেষে একটা গান গেয়ে সকলের মন জিতে নেন স্ট্যান।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD