শুক্রবার, ২৭ মে ২০২২, ১০:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্কঃরাজশাহীর পবা উপজেলায় কাটাখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এর মাসকাটা দিঘী মধ্যেপাড়ায় বিদ্যুতের আগুনে বশীভূত হয়ে গেছে এক বাড়ি।
সোমবার (২৫ এপ্রিল) আনুমানিক রাত ২ টার দিকে মাসকাটা দিঘী মধ্যেপাড়ার শফিকুল ইসলাম শফির বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়ির মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় বিদ্যুতের শর্ট-সার্টিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে বসতঘরের প্রতিটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়লে ফোন পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় কাটাখালী থানা পুলিশ জানায়, গভীর রাতে মাসকাটা দিঘী মধ্যেপাড়ার শফিকুল ইসলাম শফির বাড়িতে বিদ্যুৎ শর্টসার্টিক থেকে এই আগুনের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় ওই বাড়ির কোনো ব্যক্তির ক্ষতি না হলেও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
Leave a Reply