মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপির সমাবেশ নয়াপল্টনে

নিউজ ডেস্কঃ যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে।

সোমবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।

এ উপলক্ষ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে বিএনপির এ কর্মসূচি কেন্দ্র করে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ের দিকে পুলিশের সাঁজোয়া যান রাখা হয়েছে।

আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকার পতনে বিএনপি এবং সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি আবারও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ২৫ জানুয়ারি দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে কর্মসূচি ঘোষণা দিতে পারে।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD