বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন

ব্রেন টিউমার হলে মাথাব্যথা ছাড়াও যে লক্ষণ দেখা দেয়

নিউজ ডেস্কঃ ব্রেন টিউমারের কথা শুনলেই সবাই আঁতকে ওঠেন। এক্ষেত্রে মস্তিষ্কের ভেতরে ক্যানসার বা নন ক্যানসার কোষের বৃদ্ধি ঘটে। এই টিউমারের শুধু মস্তিষ্কে নয়, শরীরের অন্য অংশে তৈরি হয়েও মস্তিষ্কে ছড়াতে পারে।

ব্রেন টিউমারের কয়েকটি ধরন আছে। তবে কত দ্রুত টিউমারটি বেড়ে উঠছে, কোন অংশে হয়েছে, স্নায়ু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, টিউমারটি ক্যানসারাস কি না ইত্যাদি বিষয় দেখার পরই চিকিৎসকরা রোগীর চিকিৎসা করেন।

বিশেষজ্ঞদের মতে, এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে নিরাময়যোগ্য, অন্যথায় রোগীর প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। তাই ব্রেন টিউমারের কিছু লক্ষণ দেখলে কখনো অবহেলা করবেন না। প্রাথমিক অবস্থায় অনেকের মধ্যেই দেখা দিতে পারে কয়েকটি লক্ষণ-

১. চোখে ঝাপসা দেখা
২. মুখের স্বাদ চলে যাওয়া
৩. কাঁপুনি দেওয়া
৪. মৃগী
৫. হাতের বা শরীরের একদিক অবশ হয়ে যাওয়া
৬. ভারসাম্যহীন হয়ে পড়া
৭. হাঁটতে গিয়ে পড়ে যাওয়া
৮. বুঝতে না পারা
৯. ব্যক্তিত্বে বদল
১০. অজ্ঞান হয়ে যাওয়া ও
১২. বমি পাওয়া বা বমি হওয়া ইত্যাদি।

এসব লক্ষণের পাশাপাশি আরও দুটি উপসর্গ আছে যা নিয়মিত দেখা দিতে পারে যেমন- প্রচণ্ড মাথাব্যথা ও মাথায় অতিরিক্ত চাপের জন্য নিজেকে অসুস্থ মনে হওয়া।

ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য মতে, এই মাথা ব্যথার ধরন সাধারণ মাথা ব্যথার চেয়ে আরও কষ্টদায়ক। এক্ষেত্রে খুব ব্যথা হয়। এমনকি ব্যথা প্রতিদিনই হতে পারে। তাই মাথাব্যথাকে সামান্য ভেবে ওষুধ খেয়ে দমিয়ে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: মায়ো ক্লিনিক/মেডিকেল নিউজ টুডে


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD