বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে সাত নম্বর স্থান পুনরুদ্ধার করেছে টাইগাররা

নিউজ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ের পেছনে বড় ভূমিকা আছে অধিনায়ক সাকিবের।
ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দারুণ এ জয়ের পর সুখবর পেয়েছে সাকিবের দল।

বেশ লম্বা সময় ধরেই আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ৭ম স্থানে ছিল বাংলাদেশ দল। তবে চলতি এশিয়া কাপে শ্রীলংকার কাছে দুবার ও পাকিস্তানের কাছে একবার পরাজিত হয়ে রেটিং পয়েন্ট হারান টাইগাররা।

অন্যদিকে ম্যাচ জয়ে রেটিং পয়েন্ট বাড়ে লংকানদের। যার ফলে বাংলাদেশকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে যায় দাসুন শানাকার দল। তবে ভারতকে হারিয়ে সাত নম্বর স্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।

একদিন আগেই র‌্যাংকিংয়ে ৮ম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ, আর সপ্তম স্থানে ছিল শ্রীলংকা। ভারত ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল লংকানদের চেয়ে ১ কম, ৯২। ভারতকে হারিয়ে দুই রেটিং পয়েন্ট বেড়ে ৯৪ পয়েন্ট নিয়ে শ্রীলংকাকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছেন টাইগাররা।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বর স্থানটি ভারতের দখলে। চার ও পাঁচ নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD