শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে দিকে শহরের দিঘুলীয়া সেতুর পাশে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.আবু ছালাম মিয়া। স্থানীয়রা জানান, নিহত মাছ ব্যবসায়ী পৌর এলাকার পাড় দিঘুলীয়া দেলবর ব্যাপারীর ছেলে আলী আকবর বাপ্পী (৩৩)। তাকে কে বা কারা শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে দিঘুলীয়া সেতুর পাশে মেরে রেখে যায়।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান জানান, রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশ বাপ্পীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.আবু ছালাম মিয়া বলেন, রাত ১টা ৩০ মিনিটে খবর পেয়ে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথা’সহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো বলেন তার শার্টের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করে লাশ সনাক্ত করা হয়। এরপর রাতেই লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD