শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:০০ অপরাহ্ন

মেলান্দহে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল জলিল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২০মে) উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মৃত আব্দুল মোতালেবের ছেলে।মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস পূর্বে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে অভিযুক্ত আব্দুল জলিল । পরে ঐ প্রতিবন্ধী নারী অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে। পরিবারের জিজ্ঞাসাবাদে সে জলিলের নাম খতায় লিখে দেয়।

পরে বিষয়টি জানাজানি হলে আব্দুল জলিলের পরিবার ধর্ষণের শিকার নারীর পরিবারের সাথে সমঝোতার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে। এঘটনায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।  মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, অভিযান পরিচালনা করে আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে আদালতে মাধ্যমে জেল হজতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD