বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

রিয়ালের চ্যাম্পিয়ন হওয়ার রাতে রদ্রিগো গোয়েজের বাড়িতে ডাকাতি

নিউজ ডেস্কঃ ৯ বছর পর স্প্যানিশ কোপা দেল রে’র শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েজ। তবে তিনি যখন মাঠে অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছিলেন, তখন তার মাদ্রিদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাবা-মা’সহ তিনি ওই বাড়িতে থাকলেও, ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে তাদের সবাই সেভিয়ায় অবস্থান করছিলেন। শনিবার (৬ মে) সেভিয়ার মাঠে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ২০তম কোপা দেল রে জিতেছে কার্লো আনচেলত্তির দল। তবে মাদ্রিদের দলটি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা হারানোর পথে রয়েছে। কোপা দেল রে জয়ের পর অবশ্য বার্নাব্যু বাহিনীকে অভিনন্দনও জানিয়েছে বার্সা।

ফাইনাল ম্যাচটি রিয়াল বেশ দাপট নিয়েই খেলেছে। মাঠজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন দলটির ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। দুটি গোলেই তিনি বলের যোগান দিয়েছিলেন। আজ (৯ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে এই জয় কিছুটা চাঙা রাখবে রিয়ালকে। তবে মাঠের পারফরম্যান্সে উৎফুল্ল থাকলেও, বাড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুটা চিন্তায় ফেলে দেবে রদ্রিগোকে। ঘরের মাঠে তিনিও আজকের ম্যাচের স্কোয়াডে রয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফাইনাল ম্যাচের সময় মাদ্রিদে রদ্রিগোর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।

বাড়ির একজন নিরাপত্তা কর্মী পুলিশকে বিষয়টি জানান। তবে বাড়ি থেকে কী কী জিনিস খোয়া গেছে, তা জানা যায়নি। বাবা-মাকে নিয়ে ওই বাড়িতে থাকেন রদ্রিগো। তারাও ফাইনাল ম্যাচ দেখতে সেভিয়ায় গিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে ইউরোপে খেলোয়াড়দের বাড়িতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। গত বছর রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ও দানি কারভাহালের বাড়িতেও ডাকাতি হয়। এ ছাড়া স্পেনে বিভিন্ন সময়ে বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন বার্সেলোনার সাবেক-বর্তমান বেশ কয়েজন খেলোয়াড়।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD