বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন

রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেন কিম জংড়লে: তাস

নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেছেন। শনিবার ভ্লাদিভোস্তকে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। প্রতিবেদনে বলা হয়েছে- উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভ্লাদিভোস্তকের নেভিচি এয়ারফিল্ডে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান শোইগু। কিমকে অনার গার্ডও দেওয়া হয়।

কিম জং উন বিদেশ সফরকে বিরল বলে বিবেচনা হয়। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর এই প্রথম কোনো সরকারি সফরে দেশের বাইরে পা রাখলেন তিনি। তার এই সফর পশ্চিমা দেশগুলোর মধ্যে আশঙ্কা তৈরি করেছে যে-মস্কো এবং পিয়ংইয়ং নিষেধাজ্ঞা অমান্য করে একটি অস্ত্র চুক্তি করতে পারে।

মস্কো ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উত্তর কোরিয়ার গোলাবারুদ কিনতে আগ্রহী বলে মনে করা হয়, অন্যদিকে পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে রাশিয়ার সাহায্য চায়।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিমের সঙ্গে বৈঠকের পর সামরিক সহযোগিতার ‘সম্ভাবনা’ থাকার ইঙ্গিত দিলেও ক্রেমলিন শুক্রবার বলেছে যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD