রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৮:২৪ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ মিনার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, রাত ১২ টা ১ মিনিটে প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নূসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি দুপুরে মাহমুদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারও উদ্বোধন করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী প্রমুখ।
Leave a Reply