বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন

সংবিধান প্রবর্তন ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সংবিধান প্রবর্তন ও সুপ্রিম কোর্টের ৫০ বছরপূর্তিতে আয়োজিত সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা শুরু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা শুরু হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হক, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামান ননি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট (উভয়) বিভাগের বিচারপতি, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল প্রমুখ।

উপস্থাপনায় রয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এস কে এম তোফায়েল হাসান ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিচার্ড অ্যান্ড রেফারেন্স অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) নওরিন আক্তার কাঁকন।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD