বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন

সাঘাটায় উপজেলায় ভ্যান চালককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাঘাটায় উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে আহত ভ্যান চালক মুজিবুর রহমান (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, গত শুক্রবার বিকালে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের  পুটিমারি গ্রামের ভ্যানচালক মজিবুর রহমান এই ইউনিয়নের ধনারুহা গ্রামের আতিয়ার রহমান টিক্কার বাড়ীর সমানে সরকারি পাকারাস্তা দিয়ে যাওয়ার সময় ভ্যানের নিচে ছাগল পরে আহত হয় ।

এঘটনায়  ছাগলের মালিক আতিয়ার রহমান টিক্কা ভ্যান চালক মজিবুর রহমানকে পাকারাস্তার উপর ফেলে বেধরক মারপিট  করে আহত করে। পরে স্থানীয়রা আহত ভ্যানচালক মজিবুর রহমানকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা মুমুর্ষ হ্ওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান সোমবার রাতে মারা যায় ।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুস সালাম জানান,”লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। আমি ঘটনাস্থল পরিদর্শ করেছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD