বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৭:৩৪ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাবার পর ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তরুণরা। আনসু ফাতি-পেদ্রিদের মতো প্রতিভাবান তরুণদের পাশাপাশি আলোচনায় থাকেন পাবলো গাভি। বার্সেলোনার সেই গাভি গতরাতে স্পেনের হয়ে গড়েছেন একটি রেকর্ড। স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেছেন এই মিডফিল্ডার।
উয়েফা নেশনস লিগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্পেন। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল করেন গাভি। সেই গোলটির মাধ্যমে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ১৭ বছর ৩০৪ দিন বয়সে গোল করলেন গাভি, টপকে গেলেন আনসু ফাতিকে।
ফাতি যখন স্পেনের হয়ে প্রথম গোল করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। গাভির রেকর্ডের দিনে অবশ্য জিততে পারেনি স্পেন। ম্যাচের ৯০ মিনিটে গোল করে স্পেনকে ২-২ গোলের ড্র এনে দিয়েছেন ইনিগো মার্তিনেজ।
Leave a Reply