বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একসঙ্গে ছেলের জন্মদিন উদযাপন করলেন শাকিব-বুবলী চাটমোহরে ভূমিহীন ও গৃহহীন ১১৬টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর জাতীয় পার্টির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় বান্দরবানের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫৩টি দোকান বসতঘর পুডে ছাই নিজেকে আর কষ্ট দিতে চান না বলিউডের অভিনেত্রী কাজল ওয়ানডে সিরিজের ঘরের মাঠে নেদারল্যান্ডসের কাছে হারলো জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা মেক্সিকোর চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে: ভ্লাদিমির পুতিন শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ৯ জন নিহত ভূমিহীন পরিবার পেলে তাদের ঘরের ব্যবস্থা করে দেব: শেখ হাসিনা

স্প্যাম কল ঠেকাতে ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক: স্প্যাম কলে বিরক্ত হন না এমন মানুষ কমই আছেন। হয়তো কোনো জরুরি মিটিং বা অন্য কাজে আছেন, এরই মধ্যে পড়িমরি করে কল ধরলেন দেখা গেলো সেটা স্প্যাম কল। বিরক্ত তো হবেন সঙ্গে মিটিং ছেড়ে গিয়ে ঝামেলাও পোহাতে হয় অনেক সময়। তবে এবার এই সমস্যার সমাধান আনছে হোয়াটসঅ্যাপ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একের পর এক আপডেট নিয়ে আসছে সংস্থাটি। এবার স্প্যাম কলের লাগাম টানতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর নতুন ফিচারে স্প্যাম এবং অবাঞ্ছিত কলটি ফোনে ‘সাইলেন্স’ মোডে ঢুকবে। আপনি সেই কলটি পরে নোটিফিকেশনে দেখতে পাবেন। ফিচারটির নাম রাখা হয়েছে ‘সাইলেন্স আননোন কলারস’।

বর্তমানে বিটা ভার্সনে চলছে এই ফিচার পরীক্ষা। আপনি যদি হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারী হন তবে আপনি এই ফিচারটি ব্যবহার করে দেখতে পারেন। হোয়াটসঅ্যাপের এই আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশটও সামনে এসেছে। নতুন আপডেটের পরে, অবাঞ্ছিত কলগুলোকে সাইলেন্স করতে সেটিংস মেনুতে একটি অপশন থাকবে।

নতুন ফিচারটি আপনার ফোনে সেভ নয় এমন নম্বরগুলো থেকে আসা কলগুলোকে সাইলেন্স করবে। এই ফিচারটি স্প্যাম কল প্রতিরোধে খুব সহায়ক হতে পারে। ফলে এবার অবাঞ্ছিত কল ফোনে ঢুকলেও, তা আপনাকে বিরক্ত করবে না। নতুন ফিচারটি আসার পরে হোয়াটসঅ্যাপে একটি নতুন ট্যাব দেওয়া হবে।

এছাড়াও প্রতিনিয়ত আপডেট ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। এরই মধ্যে আরও একটি নতুন প্রাইভেসি ফিচার নিয়ে পরীক্ষা করছে প্ল্যাটফর্মটি। নতুন ফিচারটি চালু হওয়ার পরে, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে আরও ভালো প্রাইভেসি পাবেন। নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপ আইওএস অ্যাপে পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD