বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

ইউক্রেনজুড়ে ভয়াবহ রুশ হামলা, দ্রুত অস্ত্র সহযোগীতা চাইলেন জেলেনস্কি

নিউজ ডেস্কঃ ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা শুরু করেছে রুশ বাহিনী, এমতাবস্থায় তার দেশকে রক্ষা করতে দ্রুত পশ্চিমা দেশগুলোর কাছে সমরাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রোবাবার খেরসনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন এবং খারকিভে বিমান হামলায় কমপক্ষে একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। জেলেনস্কি বলেন, রুশ হামলায় হাসপাতালের দুই নার্স আহত হয়েছেন। এ ছাড়া বেসামরিক স্থাপনায় হামলায় ছয়জন আহত হয়েছেন।

গত নভেম্বরে খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া।  অঞ্চলটি রাশিয়া গত বছর সংযুক্ত করার দাবি করে। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ বলেন, খারকিভের ফ্ল্যাটের একটি ব্লকে একটি ক্ষেপণাস্ত্রও আঘাত করেছে, এতে একনারী নিহত হয়েছেন এবং এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের একটি আবাসিক ভবনে আগুন জ্বালছে।

জেলেনস্কি বলেন, বর্তমানে দোনেৎস্কে রুশ বাহিনীর প্রচণ্ড হামলার শিকার হহ্ছে ইউক্রেন। এ অবস্থায় রোববার রাতে এক ভিডিওবার্তায় পশিমা মিত্রদেশগিুলোর কাছে দ্রুত অস্ত্র সহযোগীতা চাইলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD