শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

উচ্চ রক্তচাপের যে লক্ষণ গুলো এড়িয়ে গেলেই পড়বেন বিপদে

নিউজ ডেস্কঃ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় এখন কমবয়সীরাও ভুগছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, উচ্চ রক্তচাপেরই আরেক নাম হাইপারটেনশন।

যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস হাইপারটেনশনকেই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বলে বর্ণনা করছে। বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।

যদিও এ নিয়ে মানুষের মধ্যে এখনো তেমন সচেতনতা নেই। আবার অনেকে উচ্চ রক্তচাপের সমস্যা কী, সেটাও হয়তো জানেন না। তবে বিপদে পড়ার আগে সবারই জানা উচিত উচ্চ রক্তচাপের লক্ষণসমূহ-

উচ্চ রক্তচাপের লক্ষণ কী কী?

. দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া
. বুকে ব্যথা বা বুকে চাপ অনুভব করা
. শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া
. নাক দিয়ে রক্ত পড়া
. মাথাব্যথা
. মাথা ঘোরা
. অনিদ্রা ও ক্লান্তি
. প্রস্রাবে রক্ত যাওয়া
. শরীরের অঙ্গ বিশেষের দুর্বলতা বা অবশ হয়ে যাওয়া
. অনিয়মিত হৃদস্পন্দন
. অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে খিঁচুনি হতে পারে ইত্যাদি।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD