শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

ক্যানসারের যে লক্ষণ ফুটে ওঠে নখে

নিউজ ডেস্কঃ শারীরিক বিভিন্ন সমস্যা ফুটে ওঠে নখে। তাই নখ দেখেও চিকিৎসকরা বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারেন। যদিও আধুনিক এ যুগে সবকিছু পরীক্ষার মাধ্যমে সহজেই ধরা পড়ে। তবে নখ দেখেও শরীরের বিভিন্ন সমস্যার আভাস পাওয়া যায়।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির ওয়েবসাইটে বলা হয়েছে, ত্বকের ক্যানসার এমনকি ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রেও প্রথমেই নখে এর পূর্বলক্ষণ ফুটে ওঠে।

ওয়েবসাইট অনুসারে, মেলানোমা হলো ত্বকের ক্যানসারের সবচেয়ে মারাত্মক রূপ। হাত বা পায়ের নখের নীচে ও চারপাশে এই ক্যানসারের বিকাশ ঘটতে পারে।

এটি বয়স্কদের মধ্যে বেশি ঘটে। পরিবারে কারো থাকলেও এ ক্যানসারের ঝুঁকি বাড়ে। নখে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি ক্যানসারে আক্রান্ত-

.বিশেষজ্ঞদের মতে, হাত বা পায়ের নখে যদি বাদামি গভীর কালো ডোরাকাটা দাগ দেখা যায়, তাহলে সতর্ক হতে হবে। এটি হতে পারে মেলানোমা ক্যানসারের লক্ষণ।

. আর যদি দেখেন নখের কাছাকাছি ত্বক কালচে হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ক্যানসার আরও ছড়িয়ে পড়ছে।

. হাত বা পায়ের আঙুল থেকে যদি নখ হঠাৎ খুলে পড়ে বা ঝরে যায় তাহলে এটিও হতে পারে ক্যানসারের লক্ষণ।

.নখ মাঝখান থেকে ভাগ হয়ে গেলে বা ফেটে গেলে সতর্ক হন। এমনটি হলে তা ক্যানসারের লক্ষণ হতে পারে।

.এছাড়া নখের মাঝখানে কোনো দাগ বা পিণ্ড লক্ষ্য করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: প্রেসওয়ার ১৮


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD