বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নেন হাজারো নারী

নিউজ ডেস্কঃ আখেরি মোনাজাতে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে বিপুল সংখ্যক নারী অংশ নেন।

আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৫৭ মিনিটে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীপাড়ের ইজতেমা ময়দানে এ মোনাজাত শুরু হয়। চলে ২৩ মিনিট।

এদিকে ইজতেমায় নারীদের অংশ নেওয়ার বিধান নেই। তবে আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী আগের দিন রাত থেকে ইজতেমা ময়দানের আশপাশ, বিভিন্ন মিলকারখানা, বাসা-বাড়িতে অবস্থান নেন। ভোর থেকে নারীরা ইজতেমা ময়দানের পাশে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল মাঠ, ইজতেমা মাঠের পশ্চিম পাশে কামারপাড়া ও আশপাশের খোলা ময়দানে অবস্থান নেন।

আখেরি মোনাজাতের ফজিলত লাভের আশায় তারা মোনাজাতে শরিক হতেই ময়দানের আশপাশের এলাকায় তারা পর্দার সঙ্গে অবস্থান নিয়েছেন বলে জানালেন কয়েকজন নারী।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD