বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

বোলিং করলেও যে কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি আফিফ

নিউজ ডেস্কঃ যদিও ১৩ রান দিয়ে উইকেটশূন্য। কিন্তু তিনি ২ ওভার বোলিং করেছেন। অথচ ব্যাটিং করেননি আফিফ হোসেন ধ্রুব। কেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ অলরাউন্ডার দলের প্রয়োজনেও ব্যাটিংটা করতে পারলেন না? কী হয়েছে আফিফের?

অধিনায়ক শুভাগত হোম আর মারকুটে জিয়াউর রহমানের ব্যাটিংয়ের পর বেড়ে যাওয়া ওভারপিছু লক্ষ্যমাত্রা ছুঁতে আফিফের মতো আক্রমণাত্মক ব্যাটারের দরকার ছিল চট্টগ্রামের। কিন্তু আফিফ আর নামলেন না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ৯ উইকেটে শেষ হলো চট্টগ্রামের ব্যাটিং ইনিংস।

শেরে বাংলায় গুঞ্জন, ব্যাটিং অর্ডার নিয়ে মনোক্ষুন্ন আফিফ হয়তো পরে নামতে চাননি। তাই আর নামেনইনি। আর তাই চট্টগ্রাম ইনিংস আফিফকে ছাড়াই শেষ হয়। অর্থাৎ ১১ ব্যাটারের বদলে ১০ ব্যাটার ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম।

অবশেষে খেলা শেষ হওয়ার পর জানা গেলো আসল ঘটনা। এ কৌতুহলী প্রশ্নের জবাব দিলেন ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত।  তিনি মুঠোফোনে জানিয়েছেন, ‘আফিফের অনেক জ্বর। খেলার মাঝপথে তার হঠাৎ প্রচণ্ড জ্বর চলে আসে। তাই তাকে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আফিফ আমাদের ব্যাটিং শুরুর পরপরই ফিরে গেছেন টিম হোটেলে।’


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD