শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

মালদ্বীপে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিউজ ডেস্কঃ মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) হাইকমিশন অফিসে দিবসটি পালন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন যথাক্রমে আব্দুস সালাম ও মিজ শিরিন ফারজানা।

হাইকমিশনার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি উল্লেখ করেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে কাজ করা রাজাকার আলবদর ও তাদের দোসরদের জাতি কখনই ক্ষমা করবে না। তিনি শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের বিষয়টি নিজেদের মাঝে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। এ সময় মিশনের কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD