শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু

নিউজ ডেস্কঃ রাজধানীতে মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু করা হয়েছে। বুধবার সকালে কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু করা হয়।

এছাড়া, চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন। এর আগে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন চালু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আরও জানায়, সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশনে যাত্রী চলাচল শুরু হবে। চলাচল শুরুর আধা ঘণ্টা আগে সকাল ৮টা থেকে যাত্রীদের জন্য স্টেশন উন্মুক্ত করে দেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬ এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া, মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD