শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

রাজাকার পুত্রের কাছে মানবাধিকারের কথা শুনতে হয়, প্রতি মন্ত্রী খালিদ

নিউজ ডেস্কঃ নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি বলেছেন, মীর্জা ফখরুল ইসলাম এখন মুক্তিযুদ্ধ কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, অথচ তার বাবা মীর্জা রুহুল আমিন চোখা মিয়া পাকিস্তান পন্হী রাজাকার ছিলেন। ২৫ মার্চ কালো রাত্রীতে গণ হত্যার সমর্থক ছিলেন চোখা মিয়া।  ৭২ সাল পর্যন্ত তার বাবা রুহুল আমিনকে জন সমক্ষে দেখা যেত না। ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর  সেই রুহুল আমিন লুঙ্গিপরে ঠাকুরগাঁও সড়কে বের হয়ে বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বলে শ্লোগান দিয়েছিলেন।

এখন তাদের কাছে মানবাধিকারের কথা শুনতে হয়। আজ শনিবার দুপুরে দিনাজপুরে জেলা শিল্পকলা একাডেমিতে  আয়োজিত ‘গণহত্যা দিবসের’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বক্তব্য দেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, আওয়ামী লীগের জেলা কমিটির সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা এবং সেক্টর কমান্ডার ফোরাম নেতা আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD