বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:২১ অপরাহ্ন

স্মার্টফোনের ব্যাটারি নষ্ট করছে ফেসবুকসহ ১০ অ্যাপ

নিউজ ডেস্কঃ কাজের সুবিধায় কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ রাখেন স্মার্টফোনে। এছাড়াও বিভিন্ন ফটো এডিটিং, গেমিং অ্যাপ তো রয়েছেই। তবে জানেন কি? কিছু অ্যাপ রয়েছে যেগুলো আপনার ফোনের ব্যাটারি নষ্টের জন্য দায়ী।

গুগলের প্লে স্টোরে হাজার হাজার অ্যাপ রয়েছে। যেগুলো গ্রাহকের স্মার্টফোনের ব্যাটারি খেয়ে নেয়। জানলে অবাক হবেন এর মধ্যে রয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক, স্ন্যাপচ্যাট থেকে শুরু করে হোয়াটসঅ্যাপও। সম্প্রতি রিসার্চ ফার্ম পিক্লাউড এই ডেটা প্রকাশ করেছে। এই অ্যাপগুলো ক্লোজ করার পরও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে কমতে থাকে স্মার্টফোনের চার্জ।

চলুন এমন আরও কিছু অ্যাপের নাম জেনে নেওয়া যাক-

. ফিটবিট
.উবার
.স্কাইপি
. ফেসবুক
.এয়ারবিএনবি
. ইনস্টাগ্রাম
. টিন্ডার
. বম্বল
. স্ন্যাপচ্যাট
. হোয়াটসঅ্যাপ

সূত্র: গিজ চায়না


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD