বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

হজে যাওয়ার আগে যেসব জিনিস নেওয়া আবশ্যক

নিউজ ডেস্ক: হজযাত্রীগণ লম্বা তালিকা ধরে অনেক জিনিস কিনে থাকেন। বাস্তবে সব জিনিস লাগে না। আর হজযাত্রীরা যখন মক্কা ও মদিনায় যাচ্ছেন, সেখানেও সব জিনিস পাওয়া যাবে। তবে হজে যাওয়ার আগে যেসব জিনিস নেওয়া আবশ্যক তার একটা সম্ভাব্য তালিকা তুলে ধরা হলো-

১. দোয়ার বই (হিসনুল মুসলিম)
সব সময় কাছে রাখবেন, সুন্নাহভিত্তিক দোয়াগুলো পড়বেন। এ বই থেকে কখন, কোথায় কোন দোয়া পড়বেন তা-ও জানা যাবে।
২. হজ গাইড
দেশ থেকেই ভালো ও সহজবোধ্য হজ গাইড বই সংগ্রহ করা। হজের আগেই হজ গাইড ভালোভাবে কমপক্ষে ২ বার পড়ে নেওয়া।
৩. বহনযোগ্য জায়নামাজ
যেকোনো জায়গায় নামাজ পড়ার জন্য বা প্রয়োজনে বিছিয়ে বসা বা শোয়ার জন্য নিতে পারেন।
৪. ব্যাকপ্যাক
মিনা-আরাফাত-মুজদালিফা-মিনার জন্য প্রয়োজনীয় জিনিস বহন করতে ব্যাকপ্যাক জরুরি। ২০ লিটার বা ৩০ লিটার সাইজ সবথেকে উত্তম। এর চেয়ে বড় নেওয়ার প্রয়োজন নেই। তবে ভুলেও চাকাওয়ালা ট্র‍্যাভেল ব্যাগ নেওয়া যাবে না।
৫. স্ট্রিং ব্যাগ
মাসজিদুল হারামে ও মসজিদে নববিতে যাওয়ার সময় স্যান্ডেল, পানির বোতল, ছাতা, প্রয়োজনীয় ওষুধসহ টুকিটাকি জিনিস বহন করার জন্য অবশ্যই সঙ্গে একটি স্ট্রিং ব্যাগ নেওয়া আবশ্যক।
৬. ইহরামের জন্য তাওয়েল
ইহরামের জন্য ২ সেট (৪ পিস) টাওয়েল নিতে হবে। গরমে আদ্রতা ধরে রাখার জন্য কাপড় থেকে টাওয়েল উত্তম। ইহরামে তাওয়েল পরলে গরমে ঘেমে শরীর ভিজে গেলে তা শুষে নেবে এবং শরীর দেখা যাবে না। পক্ষান্তরে কাপড় ভিজে গেলে শরীর দেখা যাবে।
৭. মুজদালিফা বেড
মুজদালিফায় খোলা আকাশের নিচে থাকার জন্য শোবার ফোল্ডেবেল বেড নেওয়া। অথবা ইয়োগা ম্যাটও নিতে পারেন।
৮. বালিশ (ফু দেওয়া)
মিনা/মুজদালিফায় ঘুমানোর সময় ব্যাবহারের জন্য নিতে পারেন।
৯. ছোট বেড শিট
মিনা-আরাফা-মুজদালিফায় বিছিয়ে বসা বা শোয়ার জন্য বা মিনার তাবুতে মহিলাদের জায়গা বরাবর ঝুলিয়ে পর্দা হিসাবে ব্যবহারের জন্য ছোট বেড শিট খুবই দরকারি।
১০. পানির বোতল
সব সময় পানি বহন করার জন্য একটি বোতল রাখা। ৮০০ মিলি বোতল হলেই ভালো। কোনভাবেই ১ লিটারের বেশি বড় বোতল না নেওয়া।
১১. পাথরের ব্যাগ
মিনার জামরাতে পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকেই পাথর কুড়িয়ে রাখার জন্য একটি ছোট ব্যাগ নেওয়া।
১২. ছাতা
প্রচণ্ড গরমে একটু প্রশান্তি পেতে ছাতার বিকল্প নেই। তাই ছোট (ক্যাপসুল) ছাতা সঙ্গে রাখা জরুরি।
১৩. ভ্যাসলিন
গন্ধহীন ভ্যাসলিন অবশ্যই সঙ্গে রাখবেন। অতি শুষ্ক আবহাওয়াতে কুচকির চারপাশ ছিলে যেতে পারে। তাই ইহরাম পরার আগে ভালোভাবে ভ্যাসলিন মেখে নিবেন।
১৪. গন্ধহীন সাবান
ইহরাম অবস্থায় গোসল করা, বা হাত ধোয়া বা কাপড় ধোয়ার জন্য গন্ধহীন সাবান নিয়ে নেওয়া।
১৫. পকেট টিস্যু
মিনার তাঁবুতে, আরাফাতে, ও মুজদালিফায় ব্যবহার করার জন্য পকেট টিস্যু রাখা।
১৬. মিসওয়াক
মিনা-আরাফা-মুজদালিফায় থাকাকালীন সময়ে টুথব্রাশ / পেস্ট এর থেকে মিসওয়াক বেশি সুবিধাজনক। আর এর বাইরেও ঔষুধ সহ প্রয়োজনীয় অন্যান্য জিনিস নিতে ভুলবেন না।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD