শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

হজ পালনে সৌদি পৌছেছেন ৫০ হাজার মুসল্লি

নিউজ ডেস্কঃ আগামী ৮ জুলাই থেকে পালিত হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজ পালনে অংশ নিতে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।  এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার হজ সম্পর্কিত এক বুলেটিনে জানা যায়,  শুক্রবার (১ জুলাই) রাত ২টা পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন যাত্রী সৌদি পৌঁছে গেছেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে গিয়েছেন ৩ হাজার ৩৮৫ জন মুসল্লি। বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন মুসল্লি হজ পালনে গিয়েছেন।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা করে। ৩ জুলাই পর্যন্ত মুসল্লিরা হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের নিয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাসের ৯টি ফ্লাইট ছেড়ে গেছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে। ৪ আগস্ট পর্যন্ত হাজীরা বাংলাদেশে ফিরতে পারেবন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD