সোমবার, ১৩ মে ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে কোহিনূর কেমিক্যাল

নিউজ ডেস্কঃ গত সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখীতার দেখা পেয়েছে দেশের শেয়ারবাজার। এ বাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে কোহিনূর কেমিক্যাল। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার পছন্দের শীর্ষে উঠে আসে। এতে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

অবশ্য এই দাম বাড়ার আগে কোম্পানিটির শেয়ার দামে বড় পতন হয়। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২০ সেপ্টেম্বর কোহিনূর কেমিক্যালের শেয়ার দাম ছিল ৭৩৫ টাকা। এরপর ধারাবাহিকভাবে কমতে কমতে ১১ ডিসেম্বর ৩৮৭ টাকা ৯০ পয়সায় নেমে যায়।

এরপর থেকেই কোহিনূর কেমিক্যালের শেয়ার দাম বাড়তে থাকে। সপ্তাহের শেষ চার কার্যদিবস টানা বেড়ে এখন প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫১৫ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩৮৭ টাকা ৭০ পয়সা। অর্থাৎ এক সপ্তাহের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১২৭ টাকা ৯০ পয়সা।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। তার আগে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার দেয় কোম্পানিটি।

এছাড়া ২০২০ সালে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার, ২০১৯ সালে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার, ২০১৮ সালে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৭ সালে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। অর্থাৎ কোম্পানিটি নিয়মিতভাবে নগদ লভ্যাংশের পাশাপাশি বিনিয়োগকারীদের বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।

২৫ কোটি ৫৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির শেয়ার সংখ্যা ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ৮৬৩টি। এর মধ্যে ৫০ দশমিক ৫৭ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩৫ দশমিক ৭৩ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৩ দশমিক ৬৮ শতাংশ এবং বিদেশিদের কাছে আছে দশমিক শূন্য ২ শতাংশ।

এদিকে শেয়ারের দাম বাড়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার বড় অঙ্কে লেনদেন হয়েছে। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২৭ লাখ ৯৯ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ২৫ লাখ ৫৯ হাজার টাকা।

গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দাম বেড়েছে ৩০ দশমিক ৬১ শতাংশ। ২১ দশমিক ২০ শতাংশ দাম বাড়ার মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশি।

এছাড়া দাম বাড়ার শীর্ষ দশে স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ১৮ দশমিক ৬১ শতাংশ, নর্দান জুটের ১৭ দশমিক ৭৫ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ১৭ দশমিক ১০ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১৪ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ১১ দশমিক ৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১ দশমিক ৪৪ শতাংশ এবং অ্যাপেক্স ফুডসের ১০ দশমিক ১ শতাংশ দাম বেড়েছে।


Leave a Reply

Your email address will not be published.

Design & Developed BY N Host BD